কক্সবাংলা ডটকম(৫ জুন) :: নিউইয়র্কে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছেন প্রায় দু’ডজন বাংলাদেশি সাংবাদিক। সম্প্রতি নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক মোহাম্মদ সাঈদ ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তারের পর থেকে তারা আর প্রকাশ্য লোকালয়ে আসছেন না।
সাঈদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর থেকেই বৈধ কাগজপত্রহীন প্রায় দু’ডজন সাংবাদিক ইতোমধ্যে গা ঢাকা দিয়েছেন। হঠাৎ করেই তারা চলে গেলেন দৃষ্টির অগোচরে। কোথাও কোন সভা সেমিনারে কিংবা লোকালয়ে আর তাদেরকে আর দেখা যাচ্ছে না।
গত পাঁচ বছরে জাতিসংঘের সাধারণ অধিবেশন ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের অজুহাতে এসব সাংবাদিক যুক্তরাষ্ট্রে এসে আর দেশে ফেরেনি। পরে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য দেখিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেছেন। সাঈদের গ্রেপ্তারের ঘটনার পর থেকে তারা অদৃশ্য হয়ে গেছেন।
অপর দিকে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকদের মাঝে এখন একটু ভিন্ন ভাবেই চলছে কুশল বিনিময়। মুঠোফোনে কিংবা সরাসরি সাক্ষাতে প্রথমেই একে অপরকে তাচ্ছিল্য করেই জিজ্ঞাসা করছে হ্যালো আপনার কি বৈধ কাগজ আছে? গত এক সপ্তাহ ধরেই চলছে নতুন ধারার এ শুভেচ্ছা বিনিময়। যাদের বৈধ কাগজ রয়েছে তারা মুঠোফোনে কিংবা সরাসরি সাক্ষাতে কুশল বিনিময়কালে কিছুটা বুক ফুলিয়েই বলছেন, হ্যালো আপনার কি বৈধ কাগজ আছে?
উল্লেখ্য, অভিবাসনের আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ মে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইএস) এজেন্টরা নিউ ইয়র্ক সিটির ফ্লাশিং এলাকা থেকে সাঈদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে নিউ জার্সির হাডসন কাউন্টি কারাগারে আটক রাখা হয়েছে। তিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক।
Posted ২:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy