কক্সবাংলা ডটকম(১৬ জানুয়ারী) :: ব্যাটিংয়ে উন্নতি করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে হেরেছে পাকিস্তান। মঙ্গলবার হ্যামিলটনে কিউইদের কাছে ৫ উইকেটে হারে তারা। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন হোয়াইটওয়াশ থেকে একধাপ দূরে দাঁড়িয়ে সফরকারীরা।
পাকিস্তানি স্পিনার সাদাব খানের ঘূর্ণির আগে দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরোর দারুণ শুরু করে নিউজিল্যান্ড। মাঝখানে কিছুটা খেই হারালেও শেষের ঝড়ে প্রায় পাঁচ ওভার বাকি থাকতেই ২৬৩ রানের টার্গেটে জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল।
মুনরো ৫৬ ও গাপটিলে ৩১ রানে ফলে ৮৮ রানের ওপেনিং জুটি পায় নিউজিল্যান্ড। দুজনই সাদাব খানের শিকার হওয়ার রুম্মান রইসের বলে ১ রানে ফেরেন রস টেলর। খানিক পরে ৮ রান টম লাথাম ফিরে গেলে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৯৯/৩।
৪ উইকেট হারানোর পরও ভালই এগোচ্ছিল কিউইরা। কিন্তু ১৫৪ রানের মাথায় ৩২ রান করা উইলিয়ামসনকে ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ দিকে হেনরি নিকলসের অপরাজিত ৫২ ও কলিন ডি গ্রান্ডহোমের অপরাজিত ৭৪ রানে সহজ জয় পায় স্বাগতিকরা।
এর আগে চার ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। ৮০ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
হাফিজ ছাড়াও আজ ব্যাট হাতে ভাল খেলেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান। অর্ধশত করেছেন তিনি। সাত বাউন্ডারি ও এক ছক্কায় ৫৪ রানের কার্যকরী ইনিংস খেলেন ফখর। রান পেয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদও। ৪৬ বলে তিন বাউন্ডার ও তিন ছক্কায় করেন ৫১ রান। এই চার ব্যাটসম্যানের কল্যানে ৮ উউকেটে ২৬২ রান করে পাকিস্তান।
Posted ৮:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta