কক্সবাংলা ডটকম(২৩ আগস্ট) :: পুলিশ গত সপ্তাহে নিখোঁজ ডেনমার্কের নারী সাংবাদিকের মস্তকবিহীন দেহ খুঁজে পেয়েছে। কোপেনহেগেন পুলিশ এক টুইটার পোস্টে নিশ্চিত করে জানিয়েছে, মৃতদেহের সাথে কিম ওয়াল নামের ওই সাংবাদিকের ডিএনএ’র সাদৃশ্য আছে। খবর বিবিসি।
কিম ওয়াল গত ১০ আগস্ট সাক্ষাৎকার নেয়ার জন্য ডেনিশ উদ্ভাবক পিটার মেডসেনের বানানো সাবমেরিনের ভেতরে গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
শুরুর দিকে পিটার মেডসেন দাবি করেছিলেন, তিনি কিম ওয়ালকে ঘটনার দিন কোপেনহেগেনের কোন এক দ্বীপে নামিয়ে দেন। তবে এখন পিটার পুলিশের কাছে বলছেন, কিম সেদিন এক দুর্ঘটনায় নিহত হন এবং তাকে কোপেনহেগেনের কাছের কোগে বে নামক স্থানে সমাহিত করা হয়।
ডেনমার্ক পুলিশ গত সোমবার (২১ আগস্ট) বলেছে, ব্যাপক খোঁজাখুঁজির পর তারা কোগে বেতে এক মহিলার মৃতদেহ খুঁজে পেয়েছেন।
কোপেনহেগেনের পুলিশ প্রধান জেনস মুলারি জেনসেন সংবাদ মাধ্যমের প্রতিবেদকদের জানান, মৃতদেহটি মস্তক, পা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
Posted ২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta