কক্সবাংলা ডটকম(২৬ মে) :: যুদ্ধাপরাধের দায়ে একের পর এক শীর্ষ নেতাদের দণ্ড কার্যকর, দলের নিবন্ধন বাতিল ও নাশকতার মামলায় কোণসাঠা জামায়াতের গুরুত্ব এখন বিএনপি জোটেও কমে আসছে। সম্প্রতি বেশ কিছু ইস্যুতে বিএনপি-জামায়াত টানাপড়েনের লক্ষণও স্পষ্ঠ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রগতিশীল দলগুলোকে কাছে টানা ও আন্তর্জাতিক সমর্থন পেতে কৌশলে জামায়াতকে এড়িয়ে চলছে বিএনপি।
বিএনপি নেতারা বলছেন, জামায়াতকে নিয়ে ২০ দলীয় জোট কেবল আন্দোলনকেন্দ্রিক। জোটে জামায়াতের গুরুত্ব কমে আসছে বলেও মনে করেন বিএনপি নেতারা।
অন্য দলের ওপর নির্ভরতা বা বিএনপি জোটে জোর করে থাকার মানসিকতা জামায়াতেরও নেই- বলছেন জামায়াত নেতারা। তাদের মতে, জোটগত বা এককভাবে হোক, নির্বাচনের জন্য জামায়াত প্রস্তুত।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নানা বাস্তবতায় বিএনপি-জামায়াতের মধুর সম্পর্ক এখন আর নেই। সামনের দিনগুলোতে ২০ দলীয় জোটের কর্মসূচিতে জামায়াতের ভূমিকা আরো কমতে পারে বলেও মনে করেন তারা।
আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখে ১৯৯৯ সালের ৩০ নভেম্বর বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি শুরু করে জামায়াতে ইসলামী। ওই সম্পর্ক আর কতো দিন টেকে সেটাই এখন দেখার বিষয়।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta