কক্সবাংলা ডটকম(২৪ জুন) :: শেষের কয়েকটা দিন যেভাবে নুসরাত ফারিয়া নিজেকে আলোচনায় রেখেছিলেন সিনেমাপাড়ায়, তাতে আসছে ঈদে দর্শকের চোখগুলো যে তাকে খুঁজতে থাকবে, সে ব্যাপারে সন্দেহ নেই। ফারিয়া ভক্তদের জন্য সবচেয়ে খুশির খবর, তাদের জন্য ঈদ উপহার নিয়েই যথারীতি হাজির হচ্ছেন তিনি।
আর ‘বস টু’ ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এবারের ঈদ ফারিয়ার জন্য বিশেষ বৈকি। এ মুহূর্তে ফারিয়া কলকাতায় অবস্থান করছেন। জানালেন, সিনেমা-সংশ্লিষ্ট কাজেই এবার সেখানকার যাত্রা তার।
তো ফারিয়া নিজের অভিনয় সক্ষমতা দিয়ে পর্দায় যেমন মাতাবেন, তেমনি পর্দার বাইরেও তো নিশ্চয়ই কিছু একটা ঘটাবেন। তা কী? ফারিয়া হাসিমুখেই বললেন, ‘ঈদের পরিকল্পনা জানালে তো তা পূরণ হয়ে যাবে।’ এ কি কথা! এ তো দেখছি ছোটদের ঈদে কেনা নতুন জামা লুকিয়ে রাখার মতো আচরণ।
ফারিয়াও স্বীকার করলেন সে কথা। বললেন, যখন ছোট ছিলাম, তখন আমিও তো আমার জন্য কেনা জামা কাপড়গুলো লুকিয়ে রাখতাম। কারণ তখন আমারও মনে হতো, কেউ দেখলেই বুঝি সব পুরনো হয়ে যাবে।’
ফারিয়া কখনো একা ঈদ করবেন— এমনটা কোনোভাবেই মাথায় আনতে পারেন না। এবারো তার ব্যতিক্রম ঘটছে না, তা সে যতই ব্যস্ত সময় পার করুক না কেন। তার ভাষায়, ‘যৌথ পরিবারের ঐতিহ্য এখনো বেশ ভালোই আছে আমাদের পরিবারে।
যে কারণে ঈদে নিরিবিলি নিজের মতো করে কাটাব— এটা ভাবতে পারি না। সবাই মিলে ঈদ করার আনন্দটাই আলাদা। ঈদ বরাবরই করা হয় ঢাকার সেনানিবাস এলাকায়। ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে থাকি।’ বছরের অন্যসব দিনে ফারিয়া নিজের ঘরবাড়ির যত্নআত্তি কতটা করেন, সেটা আপাতত ভুলে যান।
কারণ ফারিয়া একটা অভ্যাস নিজের ভেতর আয়ত্ত করে নিয়েছেন। তাহলো, ঈদের সময়টায় নিজেদের ঘর গুছিয়ে পরিপাটি করার কাজে নেমে পড়েন ফারিয়া। আর সবসময় লেগে থাকেন তার মায়ের পেছনে। তার ভাষায়, এদিন আমি আমার মাকে ছাড়া কিছুই যেন ভাবতে পারি না। তার হাতে রান্না করা খাবার খাওয়া ছাড়া ঈদে পূর্ণতা পাই না।
তবে এবার ঈদের দিন নিজেই রান্না করে মা এবং আত্মীয়-স্বজনকে খাওয়াব। সবাই জানে, আমি শাহি টুকরা খেতে ভীষণ পছন্দ করি। যে কারণে নিজের স্বাস্থ্যের সঙ্গে যায় এমন করেই বানানোর একটা কৌশল রপ্ত করেছি আমি। ওটা এবার সবার আগে বানিয়ে সবাইকে খাওয়াব।’
এত সব কথার পর ফারিয়া জানিয়ে দিলেন, পৃথিবীর সবচেয়ে আপনদের ভেতর রয়েছে তার ছোটবেলার বন্ধুরা। তাদের সঙ্গে একটা বেলা না কাটালে ঈদের পূর্ণতাই হারিয়ে যায় নাকি তার। বোঝা যাচ্ছে, সিনেমার পর্দায় হাজির করে নিজেকে কীভাবে আলোকিত করতে হয়, তা যেমন জানেন ফারিয়া, ঠিক তেমনি জানেন ঈদ উত্সবে সেরা আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার কৌশল।
Posted ২:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta