কক্সবাংলা ডটকম(২৬ মে) :: খুব শীঘ্রই নেক্সট জেনারেশন স্পেসপ্লেন তৈরি করতে চলেছে বোয়িং। এই স্পেসপ্লেনটি একাধিক বার ব্যাবহার করা যাবে এবং ছোট এক্সপ্যান্ডেবল আপার স্টেজ বহন ও স্থাপন করতে সক্ষম।
পরিক্ষামূলকভাবে যে স্পেসপ্লেনটি তৈরি করা হবে সেটি বোয়িং এবং (DARPA) Defense Advanced Research Projects Agency একজোটে তৈরি করবে বলে জানা গিয়েছে।
এই স্পেসপ্লেনটি লো আর্থ অরবিটে মোট তিন হাজার পাউন্ড ছোট ছোট উপগ্রহ উৎক্ষেপণ করতে পারবে বলে জানা গিয়েছে। বোয়িং এবং DARPA এই স্পেসপ্লেনটি তৈরি করার জন্য যুগ্মভাবে বিনিয়োগ করবে।
এই স্পেসপ্লেনটি শক্তি সঞ্চয় করবে Aerojet Rocketdyne AR-22 ইঞ্জিন থেকে। একাধিকবার যাতে ব্যবহার করা যেতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে ফ্যান্টম এক্সপ্রেসকে। তরল অক্সিজেন ও তরল হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করে এই স্পেসপ্লেন চলবে।
১০ দিনে ১০বার স্পেসফ্লাইটটি পরীক্ষামূলকভাবে চালাবে বোয়িং ও DARPA।
Posted ২:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta