কক্সবাংলা ডটকম(১৪ জুন) :: এই বছরে নোকিয়া একের পর এক চমক যে দেবে তা আগে থেকে জানিয়ে দিয়েছিল। তাদের বহু প্রশংসনীয় নস্টালজিক হ্যান্ডসেট ৩৩১০ বাজারে কয়েক মাস আগেই বাজারে নিয়ে এসছিল। এরপর সংস্থার তরফ থেকে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC)-এ নোকিয়া 3, নোকিয়া 5 ও নোকিয়া 6 এর কথা ঘোষণা করেছিল।
১৪ জুন থেকে একসঙ্গে তিন-তিনটে প্রোডাক্ট নিয়ে ভারতের বাজার কাঁপাতে আসছে নোকিয়া। এর মধ্যে অনেকে বলতে শুরু করে দিয়েছে নোকিয়ার এই তিনটে অ্যানড্রয়েড পুরো বাজারটাই দখল করে নিতে পারে তার কারন এই সংস্থার ফোনের প্রতি মানুষ অনেক আগে থেকে দুর্বল। আসুন একনজরে দেখে নেওয়ায় যাক এই ফোনের স্পেসিফিকেশান।
নোকিয়া 6-
৫.৫ ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ (এক্সপ্যান্ডেবল ২৫৬জিবি অবধি), ৩ জিবি রাম , ৩০০০এম্পিয়ার ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর দাম করা হয়েছে ১৭,৬০০ টা।
৫.২ ইঞ্চ ৭২০ পয়েন্ট এইচডি ডিসপ্লে, ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ (এক্সপ্যান্ডেবল ২৫৬জিবি অবধি), ২ জিবি রাম, ৩০০০এম্পিয়ার ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর দাম করা হয়েছে ১৩,৩০০ টাকা।
নোকিয়া 3-
৫.০ ইঞ্চ ৭২০ পয়েন্ট এইচডি ডিসপ্লে, ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ (এক্সপ্যান্ডেবল ২৫৬জিবি অবধি), ২ জিবি রাম, ২৬৫০এম্পিয়ার ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর দাম করা হয়েছে ৯,৮০০ টাকা।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta