কক্সবাংলা ডটকম(২০ জুন) :: পাকিস্তানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। রয়টার্স বলছে, আফগানিস্তানে হামলা চালানো পাকিস্তানের বিভিন্ন জঙ্গি দমনে তাদের আস্তানায় হামলা চালানো হতে পারে।
ইসলামাবাদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ হিসেবে ড্রোন হামলা সহায়তা কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা উঠে এসেছে। ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে পাকিস্তানের অবস্থান আরো অবমূল্যায়ন করা হতে পারে বলেও জানিয়েছে রয়টার্স। বিষয়টি চুড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ ও পেন্টাগন।
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে অবস্থান নিয়ে তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠন আফগানিস্তানে বড়সড় হামলা চালাতে পারছে। এ ক্ষেত্রে ব্যবস্থা না নিলে আফগানিস্তানে মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta