কক্সবাংলা ডটকম :: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় ঘোষণা দিলেন দেশটির এক আদালত।
আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবি দুজনেই দোষী সাব্যস্ত হয়েছেন।
এই মামলার রায়ে ইমরান খানের ১৪ বছরের জেল এবং বুশরা বিবির ৭ বছরের কারাদন্ড দিল পাক-আদালত। সেইসঙ্গে তাদের মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে।
শাস্তিস্বরুপ ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরাকে পাঁচ লক্ষ রুপি জরিমানা দিতে হবে।
জরিমানা দিতে না পারলে ইমরান খানকে আরও ৬ মাসের জেল এবং বুশরা বিবিকে ৩ মাসের জেল ভোগ করতে হবে বলে জানিয়েছে পাক-আদালত।
বর্তমানে জেলে রয়েছেন ইমরান খান। এখনও পর্যন্ত রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান জেল থেকে মুক্তি পাননি। তবে লাহোর কোর্ট থেকে জামিন মঞ্জুর হয়েছিল ইমরান খানের।
আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে ১৬৪৫ কোটি হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে ইমরান ও তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে।
পাক তদন্তকারী সংস্থা ‘ন্যাব’ এই মামলার তদন্তের দায়িত্ব ছিল।
উল্লেখ্য, ২০২৩ সালের পয়লা মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপরেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছিল।
অবশ্য তাঁর এই গ্রেপ্তারিকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছিল পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল।
।
Posted ২:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta