কক্সবাংলা ডটকম :: বালোচিস্তানে ট্রেন হাইজ্যাকের রেশ মিলিয়ে যেতে না যেতেই, বৃহস্পতিবার ফের জঙ্গি হামলার মুখে পাকিস্তান।
এ বার ঘটনাস্থল খাইবার পাখতুনখোয়া প্রদেশের টঙ্ক জেলা।
জেলার জান্দোলায় পাকিস্তানি সেনার ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি।
এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই হামলার ফলে ওই সামরিক ঘাঁটিতে পাক সেনা ও টিটিপি জঙ্গি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
সংঘর্ষে বেশ কয়েকজন টিটিপি জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সংঘর্ষ এখনও চলছে কি না, তা স্পষ্ট নয়।
‘কাবুল ফ্রন্টলাইন’ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে জান্দোলা সেনা ঘাঁটিতে বড় মাপের হামলা চালিয়েছে টিটিপি।
এক আত্মঘাতী জঙ্গি একটি গাড়ি নিয়ে ওই সামরিক ঘাঁটির ভিতরে ঢুকে পড়েছিল।
এর পর বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় সে। এই বিস্ফোরণের পরই ঘাঁটির ভিতরেই পাক সেনা বনাম টিটিপি জঙ্গিদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।
পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ়’ জানিয়েছে, দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে আট থেকে নয়জন টিটিপি জঙ্গির মৃত্যু হয়েছে।
তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিটিপি জঙ্গিরা জান্দোলা ঘাঁটি দখল করার চেষ্টা করেছিল। কিন্তু পাক সেনা সেই হামলা প্রতিহত করেছে।
২০০৭ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে জঙ্গি বাহিনীকে শক্তিশালী করার জন্য সেখানকার বেশ কয়েকটি জঙ্গি সংগঠন মিলে জোট বেঁধে তৈরি করেছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান গোষ্ঠী।
টিটিপির মূল লক্ষ্য, পাকিস্তান সরকারকে উৎখাত করে পাকিস্তানে একটি ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করা।
সেখানে তালিবান শাসিত আফগানিস্তানের মতো কঠোর শরিয়তি আইন জারি করা।
আফগানিস্তানের তালিবান সরকার তাদের সাহায্য করে বলে এর আগে বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছে ইসলামাবাদ।
টিটিপি-র সঙ্গে আল-কায়েদা গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানা যায়।
Posted ১:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta