কক্সবাংলা ডটকম :: পাক ক্রিকেট যেন জোয়ার-ভাটার তালে চলে। উত্থান-পতন লেগেই আছে। কখন কার কেরিয়ার যাবে, কিংবা কেউ স্বেচ্ছায় কখন পদত্যাগ করবে তা আগে থেকে ঠাউর করা মুশকিল।
কিছুদিন পর পর খেলোয়াড়দের নিয়েও এই ধরনের সংশয় হতেই পারে। তবে এবার অবসর শুরু হয়েছে।
এই তালিকায় যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় মোহাম্মদ ইরফান। তবে এই তালিকায় শুধু ইরফান নয়, রয়েছেন ওয়াসিম থেকে শুরু করে আমিরও।
শুক্রবার(১৪ ডিসেম্বর)আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসর নিয়েছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গতকাল শনিবার সকালে ইমাদের পথ অনুসরণ করেছেন তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তিনিও জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার রাতেই ৪২ বছর বয়সী বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান অবসর নেওয়ার কথা জানান।
এই নিয়ে ইরফান জানান, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় কিছু স্মৃতি হৃদয়ে গেঁথে থাকবে। সে জন্য সকলকে ধন্যবাদ।
ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে, আমি তা মনে রাখব। জীবনে চলার পথে ক্রিকেটই আমার ভালবাসা হয়ে থাকবে।’
উল্লেখ্য,মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিন ক্রিকেটারের জাতীয় দলে বিদায় বলে দেওয়ার ঘটনা এখন পাকিস্তানের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়। ইরফানের অবসর নেওয়াটা অবশ্য আনুষ্ঠানিকতাই। বয়স চল্লিশ পার হয়ে গেছে দুই বছর আগেই। তার ওপর পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলারও ৫ বছর পেরিয়ে গেছে।
Posted ১:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta