কক্সবাংলা ডটকম(২১ জুন) :: যে কোনও মুহূর্তে পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে ধুমকেতু৷ আর তার জেরে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর৷ এমনই এক ভয়াবহ বার্তার আভাস দিলেন বেশ কিছু বিশেষজ্ঞ৷
কুইনস বিশ্ববিদ্যালয়ের অ্যালান ফিটজসিমোনস জানিয়েছেন, আগামী ৩০ জুন ধুমকেতু দিবস৷
তবে, এই দিনটি কেন ধুমকেতু দিবস হিসেবে পরিচিত সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ১৯০৮সালের একটি ঘটনা তুলে ধরেছেন৷ সাইবেরিয়ার টুংস্কাতে একটি ধুমকেতু এসে আছড়ে পরে আর এর জেরে টুংস্কার প্রায় ২০০০স্কোয়ার কিমি ধ্বংস হয়ে গিয়েছিল৷ এই বিষয়টি নিয়েই আগামী ৩০জুন লুক্সেমবার্গে একটি প্রেসেন্টেশন দেবেন ফিটজসিমোনস৷
তিনি আরও জানিয়েছেন, যে নয়া এই ধুমকেতুটি পৃথিবীর উপর আছড়ে পড়তে নাও পারে৷ কারণ মহাকাশচারীরা জানিয়েছেন, মহাকাশ থেকে প্রায়ই দেখা যায় পৃথিবীর চারপাশে ঘুরে বেরাচ্ছে অনেক ধুমকেতু৷ কিন্তু এই সমস্ত ধুমকেতুগুলির ফলে পৃথিবীতে কোনও ক্ষতি হচ্ছেনা৷ তবে, টুংস্কার মতন পরিস্থিতিও যে হবেনা সেই বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি বিজ্ঞানীরা৷
Posted ৩:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta