কক্সবাংলা ডটকম(১২ জুলাই) :: আবারও এক চাঞ্চল্যকর বিষয় উঠে এল বিজ্ঞানীদের হাত ধরে৷ শোনা যাচ্ছে যে পৃথিবী ক্রমশই তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, সে এবার তার দোরগোড়ায় পা রাখল৷
ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর এক নয়া গবেষণায় এমনই তথ্য নাকি উঠে এসেছে৷ সেখানে বলা হচ্ছে, বিশ্বে ক্রমশই পাখি থেকে জিরাফ, বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা কমছে দিন দিন৷ এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্বের মহামারী হিসেবেই দেখছেন৷ আর এই মহামারীই পৃথিবীকে ঠেলে দিতে চলেছে ধ্বংসের পথে৷
মেক্সিকো সিটির এক বিশ্ববিদ্যালয়ের গবেষকের মতে, এই বিষয়টি শুধুমাত্র অ্যাকাডেমিক রিসার্চ পেপারের জন্যই আপাতত লেখা হয়েছে৷ এই লেখার ওপর ভিত্তি করে এখনই কিছু বলা বা সিদ্ধান্তে ঠাসা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি৷ বৈজ্ঞানিকদের মতে ১০০বছরের মধ্যে ২০০-এর বেশি প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে৷ বন্যপ্রাণীদের বাসস্থান কমে আসায় তাদের সংখ্যার ওপরেও প্রভাব পড়েছে৷ তাই একটা আশঙ্কার কথা উঠে আসছে, যদিও এখনই কিছু বলতে রাজি নন তাঁরা৷
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta