কক্সবাংলা ডটকম(২ জুন) :: মিসাইল প্রযুক্তিতে সারা পৃথিবীতে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত।অগ্নি ৫ এবং ব্রহ্মস মিসাইলের ব্লক ৩ উৎক্ষেপণ করে সারা পৃথিবীর নজর ইতিমধ্যেই কেড়েছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং বৈজ্ঞানিকরা।এবার সেই তালিকায় যুক্ত হল পৃথ্বী ২।
প্রতিরক্ষামন্ত্রক সুত্রে খবর শুক্রবার ১০টা ৫৬ মিনিটে ওড়িশার চাঁদিপুর থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় পৃথ্বী২ মিসাইলকে।
বিবরণ অনুযায়ী অয়ালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা হয়েছে মিসাইলটি, এবং এর উইংগস গুলো তৈরি করা হয়েছে ম্যাগনেশিয়াম দিয়ে। ১০০০ কেজির পেলোড বহন করার ক্ষমতা রয়েছে মিসাইলটির। উল্লেখযোগ্যভাবে পেলোড কম হলে আঘাতের পাল্লাও বাড়ানো যাবে মিসাইলটির।
যে কোন পরিবেশ এবং পরিস্থিতিতে আঘাতে সমর্থ পৃথ্বী২।শত্রুদেশের অনেক ভিতরে অ্যাডভান্স কনভেনশনাল ওয়ারহেড নিক্ষেপ করার ক্ষমতা আছে মিসাইলটির।এটির বিশেষত্ব হল ৩০ কিমি উচ্চতায় ওঠার পড় নীচের দিকে নেমে ৮০ ডিগ্রী কোণাকুণি ভাবে শত্রুপক্ষকে আঘাত করতে সক্ষম এটি।
Posted ১:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta