মো:ফারুক,পেকুয়া(৩০ জুন) :: পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় গাছ লুঠের চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। এ সময় তাদের বাঁধা দিতে গেলে বাড়ির মালিক আবদুল গফুর (২৭) নামের এক ব্যক্তি আহত হয়েছে। আহত আবদুল গফুর ওই এলাকার মৃত নুরুল হকের পুত্র।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করায়। ঘটনাটি ঘটেছে, ৩০ জুন সকাল সাড়ে ৭টায় ধনিয়াকাটাস্থ আবদুল গফুরের বাড়িতে।
আহত আবদুল গফুর জানান, তিনি বাড়ি সংস্কার করার জন্য চিরাইকৃত বেশ কিছু গাছ বাড়িতে মজুদ করেন। পূর্ব শূত্রুতার জের ধরে এ গাছগুলো লুঠ করে নিয়ে যাওয়ার জন্য একই শহিদুল ইসলাম, নুরুল ইসলাম ও ফরিদুল আলম সংঘবদ্ধ হয়ে সকালে ওই গাছগুলো থেকে কিছু গাছ লুঠ করে নিয়ে যায়। এক পর্যায়ে সীমানায় রোপিত কয়েকটি বড় গাছ কেটে নিয়ে যেতে চাই।
এ সময় তিনিসহ পরিবারের মহিলারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হামলায় তিনি আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসা দেন।
এবিষয়ে শহিদুল ইসলাম গংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
Posted ১০:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta