মো:ফারুক,পেকুয়া(১১ আগস্ট) :: কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আহসান উল্লাহকে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ এবং সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করে।
শুক্রবার বিবৃতিতে তারা বলেন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেকদলের আহবায়ক আহসান উল্লাহ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আতিক উল্লাহকে গত বৃহষ্পতিবার সকালে চট্টগ্রাম যাওয়ার পথে মইজ্জারটেক এলাকা থেকে আইন-শৃংখলা বাহিনীর লোকজন পরিচয় দিয়ে একদল সন্ত্রাসী অপহরণ করে পটিয়ার একটি পাহাড়ী এলাকায় নিয়ে যায়।
পরে দীর্ঘ ৬ ঘন্টা তার উপর শারিরীক নির্যাতন করে তার সর্বস্ব কেড়ে নিয়ে পুলিশের তৎপরতা ঠের পেয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশে আইনের শাসন নেই বলেই দিনদুপুরে রাজপথ থেকে সিএনজি সহ তিনজন মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
তারা দাবি করেন, আহসান উল্লাহ ও আতিক উল্লাহকে গুম করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। তাদেরকে অপহণ করার পর খুন করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, আজ মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, অপহরণকারীরা অপর স্বেচ্ছাসেবকদল নেতা আতিক উল্লাহর কাছ থেকে একটি চেক পেয়ে তা ১১ টা ৩৫ মিনিটের সময় এনসিসি ব্যাংক পটিয়া শাখা থেকে চেকটি দিয়ে টাকা উত্তোলন করে।
আইন-শৃংখলা বাহিনী চাইলে ওইসময়ের ব্যাংকের সিসি ক্যামেরার ভিড়িও ফুটেজ জব্দ করে অপরাধীদের সনাক্ত করতে পারে। বিএনপি নেতারা এঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta