নাজিম উদ্দিন,পেকুয়া(৯ জানুয়ারি) :: পেকুয়ায় অগ্নিকান্ডে একটি ছোট্র পরিসরে কুড়েঘর ভস্মীভূত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ভেলুয়ারপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
তবে প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি সংঘটিত হয়নি। কুড়েঘরটি মুল বসতবাড়ি থেকে বিচ্ছিন্ন ও পৃথক স্থানে থাকায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তবে আগুনের সুত্রপাত নিয়ে পরস্পর বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে।
ঘরটি ভেলুয়ারপাড়া এলাকার দুদু মিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে। আগুনের লেলিহান শিখায় ঘরটির আংশিক ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানায়, ওই দিন রাতে দুদুুমিয়ার বাড়িতে আগুন দেখতে পান। এ সময় স্থানীয়রা দ্রুত ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানায়, দুদুমিয়া ও তার আপন সহোদর মাহামুদুল করিমের মধ্যে চরম বিরোধ আছে। ২০১৪ সালের ৬ জানুয়ারী মাহমুদুল করিমের ছেলে জসিম উদ্দিন(১৭) খুন হয়। ওই দিন রাতে মিয়াজিঘোনা বিল থেকে জসিমের লাশ উদ্ধার হয়। তাকে জবাই করে খুন করা হয়েছে।
ওই ঘটনায় পেকুয়া থানায় হত্যা মামলা রুজু হয়। যার নং ০৩/১৪। মামলায় দুদুমিয়া, স্ত্রী মারুফা বেগম ৩ ছেলে সাদ্দাম, তারেক, দেলোয়ারসহ ৯ জনকে আসামী করা হয়। এদের মধ্যে জসিম উদ্দিনের চাচা দেলোয়ার ও তার পরিবারের ৫ জনকে আসামী করা হয়।
ওই সময় থেকে তাদের মধ্যে টান টান উত্তেজনাভাব। স্থানীয়রা জানায়, আগুনের কারন তারা খুঁজে পাননি।
হাজী মনিরুজ্জামান, জয়নাল সওদাগর, নুরুচ্ছফা সওদাগর, ছেনুয়ারা বেগম, রুবি আক্তার ও রোকেয়া বেগমসহ স্থানীয়রা জানায়, এ আগুনে আমরা চক্রান্তের গন্ধ পাচ্ছি।
তারা দু’ভাইয়ের মধ্যে খুনাখুনি ও মামলা মোকাদ্দমা চলছে। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে। ঘরটিতে কেউ থাকে না। কেন সেটিতে আগুন ধরল এর রহস্য থেকে গেছে।
Posted ১:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta