
নাজিম উদ্দিন,পেকুয়া(১৯ আগষ্ট ) :: পেকুয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। বসতভিটার বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী, স্ত্রী ও পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শনিবার ১৯ আগষ্ট সকাল ১১ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জারুলবুনিয়া উত্তরজুম এলাকার মৃত হামিদ উল্লাহর ছেলে আবুল কালাম(৬০), তার স্ত্রী হোসনে আরা(৪৫) ও তার ছেলে মোহাম্মদ সোহেল(১৮)। এদের মধ্যে হোসনে আরাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে আবুল কালাম বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দিয়েছেন।
এজাহার সুত্রে জানা যায়, প্রতিবেশী মৃত মুহাম্মদ বকসুর ছেলে আবদুল কাদের ও আবুল কালামের মধ্যে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকালে আবদুল কাদের, তার ছেলে ইউনুছ, নুর মোহাম্মদের ছেলে নেছারসহ ৫/৬ জন দুবৃর্ত্তরা জোরপূর্বক আবুল কালামের বসতভিটায় ঘেরা দিচ্ছিলেন। এ সময় বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবদুল কাদের গং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদের আহত করে।
পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান এজাহার পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Posted ৯:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta