নাজিম উদ্দিন,পেকুয়া(২২ ডিসেম্বর) :: পেকুয়ায় এনজিও কর্মীকে প্রাণনাশ চেষ্টা চালিয়েছে একদল দুবৃর্ত্তরা। এ সংক্রান্ত বিষয়ে ওই এনজিও কর্মী বাদী হয়ে পেকুয়া থানায় গত ২১ ডিসেম্বর পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মগনামা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আজিজুল হকসহ ৭ জনকে আসামী করা হয়েছে। পেকুয়া থানা পুলিশ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২০ ডিসেম্বর সকালে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই দিন সকালে পশ্চিমকুল এলাকার বদরুদ্দোজার ছেলে রেজাউল করিম নিজ বাড়ি থেকে বেড়িবাঁধ দিয়ে পায়ে হেটে দক্ষিনদিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে তাকে গতিরোধ করা হয়। এক পর্যায়ে প্রাণনাশ করতে টানা হেচড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার আর্তচিৎকারে স্থানীয়রা ওই স্থানে জড়ো হয়।
এ সময় তাকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা। এমনকি তাকে মারধর ও শারীরিক লাঞ্চিত করা হয়। রেজাউল করিম জানায়, তিনি মুসলিম এ্যাইড নামক একটি বিদেশী এনজিওতে কর্মরত। কুমিল্লায় ওই সংস্থার অধীনে কাজ করেন। বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসেন।
তিনি জানায়, আমার পিতার ২২ শতক জমি একই এলাকার মৃত শামশুল আলমের ছেলে ও ইউপি সদস্য আজিজুল হক তার ভাই শিবির ক্যাডার মৌলভী আহমদুল ইসলাম সহ তারা ৭ জন তৎপর হয়েছে। জমি দখলে বাধা দিয়েছিলাম।
এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন সকালে আমাকে প্রাণনাশ চেষ্টা চালায়। তারা ভীতি ও হাকাবকা করছে।
Posted ৬:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta