প্রেস বিজ্ঞপ্তি(৩০ ডিসেম্বর) :: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লিগের (কেপিএল) দশম আসরের দ্বিতীয় খেলা অমিমাংসিত থেকে গেছে।
শনিবার বিকেল তিনটায় কেপিএল মাঠে অনুষ্ঠিত পেকুয়া সদরের ম্যাগপাই বয়েজ ও শিলখালীর দ্যা বুল্স এর মধ্যকার খেলাটি অমিমাংসিতভাবে শেষ হয়।
জাতীয় সংগীত পরিবেশনের পর বিকেল তিনটায় টসে জিতে মাঠে নামে দ্যা বুল্স। নির্ধারিত ১২ ওভারের খেলায় সাত উইকেট হারিয়ে তাঁরা ১০৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। ১০৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে ম্যাগপাই বয়েজ। দলের বিদেশী খেলোয়াড় কামরুল কয়েকটি ছক্কা মেরে খাদের কিনার থেকে টেনে তুলে ম্যাগফাই বয়েজকে।
যখন শেষ ওভারে ম্যাগপাই বয়েজের ১১ রানের প্রয়োজন তখন দলের দেশীয় খেলোয়াড় জুনাইদ একটি ছক্কা হাকিয়ে ব্যবধান কমিয়ে আনে। ততক্ষনে জিততে প্রয়োজন এক বলে দুই রান। ক্রিজের অপরপ্রান্ত থেকে দুর্দান্ত গতিতে বল করলে মাত্র একটি রান নিতে পারেন জুনাইদ। এতে খেলাটি ড্র হয়ে যায়।
খেলায় এক উইকেট ও ২৯ রান নিয়ে দ্যা বুল্সের মোহাম্মদ ওসমান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। কেপিএল পরিচালনা কমিটির সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব তানজিমুল ইসলাম জিসাদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুজ্জামান মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন কেপিএলের প্রধান উপদেষ্টা এস এম হানিফ ও উপদেষ্টা এহেছানুল হক প্রমুখ।
আগামী ২ জানুয়ারী টূর্ণামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে। ওইদিন মুখোমুখি হবে উজানটিয়ার সোনালী সুপার সিক্সার্স ও পেকুয়া সদরের ম্যাগপাই বয়েজ।
Posted ৭:৫০ অপরাহ্ণ | শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta