দীপক শর্মা দীপু(১৩ জুলাই) :: কক্সবাজারের পেকুয়ায় অন্ত:সত্ত্বা গৃহবধু হত্যার ৪দিনেও মামলা না নেয়ায় কক্সবাজারের শহরে মানববন্ধন, মিছিল,সমাবেশ ও পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট হয়েছে।এ সময় গৃহবধু হত্যার অভিযুক্ত স্বামী সেনা সদস্যসহ অন্যান্যদের গ্রেফতারের শাস্তির দাবি জানানো।
পেকুয়ার সদর ইউনিয়নের শীল পাড়ার আশীষ চন্দ্র সুশীলের স্ত্রী রভা প্রভা রানী শীলের গত ১০ জুলাই রহস্যজনকভাবে মৃত্যু হয়। মেয়ের বাবার দাবি যৌতুক না দেয়ায় পরিকল্পিতভাবে তার মেয়েকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে।
অন্যদিকে শ্বশুরবাড়ির দাবি রভা প্রভা অসুস্থ হলে তাকে চট্টগ্রামের সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করার পর তার মৃত্যু হয়।
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে এমন অভিযোগ এবং হত্যাকান্ডের ৪ দিনেও থানায় মামলা না নেয়ায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সচেতন সমাজ। পরে মিছিল সহকারে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান ধর্মঘট করে।
এ সময় পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন নিহত গৃহবধুর মা বাবাকে ডেকে নিয়ে জানান-‘ যদি হত্যাকান্ডের ঘটনা সত্য হয় তাহলে পুলিশের যা করণীয় তা যথাযথ করা হবে। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
নিহতের হতভাগ্য বাবা বনমালী শীল জানান-‘ গত সোমবার রাতে আশীষ যৌতুকের জন্য রভা রাণীে মারধর করে। তার পরিবারের স্বজনরাও রভাকে নির্যাতন করে। এতে রভা গুরুতর আহত হলে আশীষ তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু নিশ্চিক করে চিকিৎসকরা।
পরে বায়োজিদ থানার পুলিশ সিএমএইচ থেকে লাশ উদ্ধার করে থানায় জিডি করে চট্ট্রগ্রাাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে। এই ঘটনায় নিহতের স্বামী সেনা সদস্য আশীষ কুমার শীলসহ ৭ জনকে অভিযুক্ত করে পেকুয়া থানায় মামলা দায়ের করলে তা গ্রহন করা হয়নি।’
Posted ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta