নাজিম উদ্দিন পেকুয়া(৫ জানুয়ারী) :: পেকুয়ায় প্রায় ৭শতক জমি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধীয় জায়গায় স্থাপনা ছিল। ইউপি সদস্যের নির্দেশে গ্রাম পুলিশ গুড়িয়ে দিল ব্যবসায়ীর নির্মিত ওই স্থাপনা।
ঘটনার জের ধরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় আতংক বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা দিয়েছে।
৫ জানুয়ারী শুক্রবার বিকেলে গ্রাম পুলিশের উপস্থিতিতে ভাংচুরের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রায় ৭ শতক জমি নিয়ে বাইম্যাখালী এলাকার জাকের আহমদের পুত্র আবদু রাজ্জাক ও মৃত মোহাম্মদ হোসেনের পুত্র গিয়াস উদ্দিনের এর মধ্যে বিরোধ দেখা দেয়। পৈত্রিক ও ওয়ারিশ স্বত্ত নিয়ে বিরোধ। আবদু রাজ্জাক জায়গাটিতে পূর্ব থেকে দখলে ছিল।
ঘিরা বেড়া দেয় এমনকি জায়গায় বসতঘর তৈরী করে। অপরদিকে গিয়াস উদ্দিন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে মামলা রুজু করে। ঘটনার দিন বিকেলে স্থানীয় ইউপি সদস্য বিএনপি সদর পশ্চিমজোন শাখার সভাপতি শাহনেওয়াজ আজাদ ওই স্থানে গ্রাম পুলিশ পৌছায়।
এ সময় গ্রাম পুলিশ সদস্যরা আবদু রাজ্জাকের বসতবাড়িতে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা ভাংচুরের জড়িয়ে যায়। দফাদার দানুসহ প্রায় ৮ জন গ্রাম পুলিশ সেখানে স্থাপনা গুড়িয়ে দেয়।
আবদু রাজ্জাক জানায়, তারা আমাকে নোটিশ দেয়নি। এ ভাবে ভাংচুর করতে গ্রাম পুলিশ পারেন কিনা এ প্রশ্ন সবাইকে দিলাম।
ইউপি সদস্য শাহনেওয়াজ আজাদ জানায়, অভিযোগ পেয়েছি। সেটি উপেক্ষা করে ওই ব্যক্তি স্থাপনা তৈরীর কাজ করছিল। আমরা নিষেধ করছিলাম। সেখানে পূর্বে স্থাপনা ছিলনা। আদালতে মামলা থাকলে সে বিষয়ে আমাদের করার কিছুই নেই।
Posted ৫:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta