নাজিম উদ্দিন,পেকুয়া(১৫ আগস্ট) :: কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকান্ডে উপজেলা জাপা নেত্রীর বসতবাড়ি পুঁড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত নিয়ে প্রতিপক্ষকে দায়ী করেছেন বাড়ি মালিকের স্ত্রী। স্থানীয়রা জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে আসবাবপত্র, মালামাল, নগদ টাকা, স্বর্নালংকার সহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পারিবারিক সুত্রে জানিয়েছে।
এ বিষয়ে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক মোঃ জকরিয়ার স্ত্রী পেকুয়া উপজেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদিকা তাহেরা বেগম।
প্রাপ্ত সুত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০টায় জারুলবনিয়া সেগুনবাগিচা এরাকায় বাড়িতে কেউ না থাকার সুবাধে পুর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ওই বসতবাড়ি খন্ড খন্ড অংশ সম্পূর্ণ পুড়ে যায়। পত্যক্ষদর্শীরা ধারণা করছেন পেট্রোল দিয়ে আগুনের শুত্রপাত ঘটায়।
মোহাম্মদ জকরিয়ার স্ত্রী জাপা নেত্রী তাহেরা বেগম জানায়, ঘটনার দিন আমি পেশাগত (বেসর সরকারী চাকরী) দায়িত্ব পালন করতে পেকুয়া যায়। সেই দিন আমার স্বামীও বাড়িতে ছিলনা। পথিমধ্যে একই এলাকার আলী আহমদের ছেলে শামসু উদ্দিন গং এর লোকজন দীর্ঘদিনের শত্রুতা হাসিল করতে আমার বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।
পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি এম দিদারুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে পেকুয়া থানায় অবহিত করেছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। গতকাল পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাহেরা বেগম। পুলিশ আজ ঘটনাস্থল পরিদর্শনে আসবেন।
এব্যাপরে পেকুয়া থানার ওসি তদন্ত মনজুরুল আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পুর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৭:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta