জালাল উদ্দিন,পেকুয়া(২৩ মে) :: পেকুয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্টিত হয়। ২৩ মে মঙ্গলবার ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারন আসন ৪ নং ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
টিউবওয়েল প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ৫৮। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জেলা আ’লীগের সদস্য আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ ভোট।
জেলা পরিষদ নির্বাচনে পেকুয়ায় সাধারন আসন ৪ নং ওয়ার্ডে ৭ জন প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে।
এদের মধ্যে তারেক ছিদ্দিকী তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট। উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি আকম সাহাব উদ্দিন ফরায়েজীর ছেলে মেহেদী হাসান ফরায়েজী অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট।
রাজাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজ খান রাজু বৈদ্যুতিক পাখা নিয়ে পেয়েছেন ১ ভোট। অপর দুই প্রার্থী জাহাঙ্গীর আলম প্রকাশ বিডিআর জাহাঙ্গীর টিফিন বক্স প্রতীক ও এটিএম জায়েদ মোর্শেদ হাতি প্রতীকের পক্ষে ভোট পড়ে নি।
ওই দিন সকাল ৯ টা থেকে ভোট গ্রহন অনুষ্টিত হয় বিকাল ২ টা পর্যন্ত চলছিল। এরপর গণনা শেষে রির্টানিং কর্মকর্তা বেসরকারীভাবে জাহাঙ্গীর আলমকে বিজয়ী ঘোষনা করে।
এ দিকে জেলা পরিষদের নির্বাচনে পেকুয়ায় সাধারন আসন-৪ ওয়ার্ডের নির্বাচন গত বছরের ২১ ডিসেম্বর স্থগিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী জাহাঙ্গীর আলম প্রকাশ বিডিআর জাহাঙ্গীর তার অধিকার খর্ব হওয়ার বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন।
শুনানীতে উচ্চ আদালত নির্বাচনের দিন এ আদেশ দিয়েছিলেন।মঙ্গলবার স্থগিত নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।
Posted ৫:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta