নাজিম উদ্দিন,পেকুয়া(১৮ জুলাই) :: কক্সবাজারের পেকুয়ায় তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার বিকাল ৩টার দিকে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ প্রাঙ্গনে মেলা অনুষ্টিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াছ। কৃষি সম্প্রসারন অধিদপ্তর পেকুয়া কর্তৃক আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল করিম।
পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার মাস্টার শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এ,এইচ,এম মনিরুজ্জামান রব্বানী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, জাতীয় পার্টি পেকুয়া উপজেলা সভাপতি এস,এম মাহাবুব ছিদ্দিকী, শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সাংবাদিক এম দিদারুল করিম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিডিআর অব:,উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নুর, পেকুয়া উপজেলা সমবায় অফিসার ওসমান গণি, জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার প্রমুখ।
পরে অতিথি বৃন্দ পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ প্রাঙ্গনে অনুস্টিত বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন। বৃক্ষমেলার স্টলসমুহ পরিদর্শন করেন। এবারে বৃক্ষমেলায় ফলজ ও বনজ বৃক্ষের প্রায় ১০ টি স্টল স্থান পায়।
Posted ৮:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta