নাজিম উদ্দিন,পেকুয়া(৭ আগষ্ট) :: পেকুয়ায় পাথর বোঝাই লরির ধাক্কায় জেটিঘাটের আংশিক বিধ্বস্ত হয়েছে। সোমবার ৭ আগষ্ট ভোরের দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া করিমদাদ মিয়া চৌধুরী জেটিঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা পাথর বোঝাই লরিটি আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
লরির প্রচন্ড ধাক্কার আঘাতে উজানটিয়া চ্যানেলের ওই জেটিঘাটের দুটি পিলার বিধ্বস্ত হয়। খবর পেয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গতকাল বিকেলে ওই স্থান পরিদর্শন করেছেন।
প্রাপ্ত সুত্রে জানা যায়, একটি পাথর বোঝাই লরি চট্রগ্রাম শহর থেকে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের দিকে যাচ্ছিল। ওয়াস্ট ইন্ডিজ-২ নামের লরিটি প্রায় ৭ হাজার ঘনফুট পাথর বোঝাই করে চট্রগ্রাম শহরের শাহ আমানত সেতু সংলগ্ন স্থান থেকে উজানটিয়া ক্যানেল হয়ে খুরুস্কুল যাচ্ছিল।
ভাটার সময় নদীর পানি উচ্চতা হ্রাস পাওয়ায় লরিটি উজানটিয়া চ্যানেলে গত রবিবার রাত ৮ টার দিকে নোঙ্গর করে। ভোরের দিকে নোঙ্গর বিচ্ছিন্ন হয়ে পাথর বোঝাই লরিটি পাশর্^বর্তী জেটিঘাটে ধাক্কা দেয়।
এ সময় জেটির দুটি পিলার বিধ্বস্ত হয়েছে। প্রচন্ড ধাক্কার আঘাতে বিএ ডব্লিউ টিএ এর মালিকানাধীন জেটিঘাটের মূল ফাউন্ডেশন বিনষ্ট হয়ে যায়। সকালে স্থানীয়রা লরিটি আটক করে। এ সময় প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে ম্যাসেজ দেন স্থানীয়রা।
এ দিকে জেটিঘাটের ইজারাদার যুব সংহতি পেকুয়া উপজেলা শাখার সভাপতি ও সদর ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদুল ইসলাম জানায়, করিমদাদ মিয়ার জেটিঘাটের ইজারা নিয়েছেন তারা। আগামী বাংলা সনের বৈশাখ মাস পর্যন্ত তারা ওই জেটি থেকে টোল আদায় করবেন। জেটিটি বিধ্বস্ত হওয়ায় তারা টোল আদায়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে লরির সারাং মোহাম্মদ সেলিম জানায়, খুরুস্কুলে নৌবাহিনী তত্তাবধানে পাউবোর ব্লক তৈরীর কাজ চলছে। সেখানে তারা পাথরগুলি নিয়ে যাচ্ছিলেন। লরির মালিকের বাড়ি চট্রগ্রাম বলে জানান তিনি।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta