
নাজিম উদ্দিন,পেকুয়া(২১ আগষ্ট) :: পেকুয়ায় পাহাড় কাটার দায়ে স্কেবেটর জব্দ করেছে পেকুয়া থানা পুলিশ। গত ২০ আগষ্ট রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে পেকুয়া থানার এস,আই উত্তম কুমারের নেতৃত্বে একদল পুলিশ ভারুয়াখালীতে অভিযান পরিচালনা করে।
এ সময় ভারুয়াখালী কবরস্থান মোড়া নামক স্থান থেকে মাটি কাটার আধুনিক যন্ত্র (স্কেভেটর) জব্দ করে। স্থানীয়রা জানায়, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভারুয়াখালী এলাকায় পাহাড় কর্তন করছিলেন।
পাহাড়ের লাল মাটি পাচার করে ওই চক্র শ্রেনী পরিবর্তন কাজে জড়িত। স্কেভেটরের সাহায্যে পাহাড় কেটে মাটি গাড়ীতে করে বিভিন্ন স্থানে বিক্রি করছে তারা। এতে করে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালীতে পাহাড় নিধন যজ্ঞে মেতেছে।
স্থানীয়রা জানায়, বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার তোতা মিয়ার পুত্র জয়নাল আবেদীন, ছনখোলার জুম এলাকার মৃত শাহ আলমের পুত্র তারেক, পাহাড়ীয়া এলাকার ফিরোজ আহমদের পুত্র মইদুর রহমান পাহাড় কাটায় জড়িত। তারা স্কেভেটর দিয়ে রাতে পাহাড়ে মাটি কাটছিলেন।
খবর পেয়ে পুলিশ পাহাড় কাটার দায়ে সেটি জব্দ করেছেন। বারবাকিয়া ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুছ এ তথ্য নিশ্চিত করেছে।

Posted ১১:০৫ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta