নাজিম উদ্দিন,পেকুয়া( ২৯ আগষ্ট ) :: পেকুয়ায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে নগদ এক লক্ষ টাকা লুট করেছে দুবৃর্ত্তরা। স্থানীয়রা জখমী ওই নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দুবৃর্ত্তরা ওই মহিলাকে নাকে ঘুষি মারে, মাথায় আঘাত করা হয়। ঘুষিতে নাক ফেটে যায়। এতে করে ওই মহিলা ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। প্রায় ঘন্টাখানেক অজ্ঞান থাকার পর পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে।
২৯ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩ টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আধাখালি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহিলার নাম আয়েশা ছিদ্দিকা(৪০)। তিনি শিলখালী ইউনিয়নের কাচারীমোড়া এলাকার দুবাই প্রবাসী আবদুল্লাহ আল হুমায়ুন রশিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, ওই দিন বিকেলে প্রবাসীর স্ত্রী আয়েশা ছিদ্দিকা টমটম যোগে পেকুয়ায় যাচ্ছিলেন। কাচারীমোড়া নিজ বাড়ি থেকে টাকা জমা দিতে ইসলামী ব্যাংক পেকুয়া শাখায় যাওয়ার পথে চড়াপাড়া টইটং সড়কের সদর ইউনিয়নের আধাখালি পৌছলে টমটম থামায় দুর্বৃত্তরা।
এ সময় সদর ইউনিয়নের লিজপাড়ার করিমের পুত্র রাসেল ওই মহিলাকে টানা হেচড়া করে টমটম থেকে মাটিতে নামিয়ে ফেলে। এক পর্যায়ে মানিব্যাগ ছিনিয়ে নিতে টানাটানি করে। এ সময় টাকা ভর্তি মানিব্যাগ রক্ষা করতে ওই মহিলা প্রচেষ্টা চালায়। এ সময় স্বজোরে নাকে ঘুষি মারে ওই যুবক। এক পর্যায়ে লাথি ও কিল ঘুষিতে অজ্ঞান হয়ে যায় প্রবাসীর স্ত্রী। এ সময় টাকা নিয়ে চম্পট দেয় ওই যুবক।
এ ব্যাপারে শিলখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য ফরিদা ইয়াসমিন জানায়, আমি পেকুয়ার দিকে আসার পথে লোকজন জড়ো হতে দেখতে পেয়ে ওই স্থানে গাড়ি থামায়। এ সময় আয়েশা ছিদ্দিকাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
আহত মহিলার ছেলে আবদুল্লাহ আল স¤্রাট আদিল জানায়, মা টাকা জমা দিতে ব্যাংকে যাওয়ার সময় রাসেল মারধর করে এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ওই যুবক দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরো একাধিক ঘটনার প্রমান রয়েছে। সে পেশাদার ছিনতাইকারী। বিষয়টি স্থানীয়দের অবহিত করেছি।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta