নাজিম উদ্দিন ,পেকুয়া(১ জানুয়ারী) :: পেকুয়ায় পালিত হয়েছে বই উৎসব। ১ জানুয়ারী সোমবার দেশব্যাপী পাঠ্যপুস্তক বিলি উৎসব হয়েছে। এরই অংশ হিসেবে পেকুয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে এ উৎসব পালিত হয়।
সকালে উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিলি হয়েছে। পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ঝাঁকজমকপূর্ন এ উৎসব পালন করে।
এস,এমসির সহসভাপতি উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারেকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সমাবেশ চলছিল। এ সময় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ হাসেম, সাংবাদিক জালাল উদ্দিন, প্রধান শিক্ষক মাহাবুল আলম প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের মাঝে ২০১৮ সালের শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিলি করা হয়েছে।
উৎফুল্ল ও উচ্ছাসিত শিক্ষার্থীরা ¯িœগ্ধ ঘ্রানের নতুন পাঠ্যবই পেয়ে বুক ভরা আনন্দ ও আত্মহারা হন। এ সময় বিদ্যালয়ের নিকট নির্মিত শহীদ বেদীতে সারিবদ্ধ জড়ো হন। ২১ এর চেতনায় উদ্দিপ্ত এ সব ক্ষুদে শিক্ষার্থীরা দেশ গঠনের দীপ্ত শপথে উদ্ভুদ্ধ হন।
চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম চৌধুরী দেশ গড়ার ভবিষ্যত প্রজন্ম এ সব কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ফটো সেশনে মিলিত হন। শিক্ষার্থীরাও পাঠ্যপুস্তক উচিয়ে ফটো সেশনে ছুটে যান।
Posted ৯:০৯ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta