নাজিম উদ্দিন,পেকুয়া(২ জুন) :: পেকুয়ায় অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত নিয়ে প্রতিপক্ষকে দায়ী করেছেন বাড়ি মালিকের স্ত্রী। পেকুয়া থানা পুলিশ অগ্নিকান্ড স্থান পরিদর্শন করেছেন। স্থানীয়রা জড়ো হয়ে আগুন লাগার বিষয়টি পুলিশকে প্রত্যক্ষ জানিয়ে দিয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
এতে মালামাল, নগদ টাকা, স্বর্নালংকার সহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সুত্র জানিয়েছে। এ বিষয়ে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক।
প্রাপ্ত সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বুধামাঝিরঘোনা এলাকার সেকান্দর আলীর বসতবাড়ি আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ওই বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। সেকান্দর আলীর স্ত্রী হাসিনা বেগম জানায়, গত ৩০ মে ঘুর্ণিঝড় মোরার সতর্ক সংকেতে জীবন বাচাতে আমার ছেলে আবদু রহিমকে নিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলাম।
পথিমধ্যে একই এলাকার আবুল কাসেমের ছেলে মোস্তাক আহমদ, বশির আহমদের ছেলে মানিক, গোলাম বারীর ছেলে জোবাইদুল হক, আজিজুল হক সহ ১০/১১ জনের দুবৃর্ত্তরা আমার ছেলে রহিমকে আটকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ সময় তাকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে পেকুয়া থানায় অবহিত করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এতে অধিক ক্ষিপ্ত হয়ে তারা পরদিন রাতে আমার বসতবাড়ি আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। আমরা পেকুয়া সদরে ভাড়া বাসায় থাকি। বাড়িতে কেউ না থাকার সুবাধে তারা আগুন দিতে সক্ষম হয়েছে। পরে মুঠোফোনে আমার শাশুড়ী,দেবর,দেবরের স্ত্রী বিষয়টি আমাকে জানায়।
Posted ১২:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta