নাজিম উদ্দিন,পেকুয়া(২২ ডিসেম্বর) :: পেকুয়ায় পুলিশের উপস্থিতিতে লবণ উৎপাদন জমিতে তান্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়ায় ২২ ডিসেম্বর সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ২ একর ৪০ শতক লবণ উৎপাদন জমিতে ব্যাপক তান্ডব চালানো হয়েছে। ঘটনার জের ধরে করিয়ারদিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২ একর ৭৮ শতক জমি নিয়ে স্থানীয় আজিজুল হক ও হেলাল উদ্দিন গংদের বিরোধ দেখা দেয়। এ বিষয়ে স্থানীয়ভাবে ফায়সালার জন্য বৈঠক হয়। দলিল দস্তাবেজ পর্যালোচনা করা হয়। এমনকি স্বত্তের বিষয়ে উকিল মতামত নেয়া হয়। হেলাল উদ্দিন গং ২ একর ৪০ শতক জায়গার প্রকৃত মালিক।
অপরদিকে একই অংশে ৩৮ শতক জায়গা কালু মালিক। তবে আজিজুল হক প্রকাশ কালু সমুদয় জমি দখলে নিতে চায়। এ নিয়ে বিরোধ দেখা দেয়। হেলাল উদ্দিন গং ওই জমি জিয়াবুল করিম জিকু ও জহির আলমকে গত ৫ বছর ধরে লাগিয়ত করছিলেন।
চলতি মৌসুমে যুবলীগ নেতা জিকু ও জহির আলম সম্প্রতি লবণ উৎপাদনের জন্য মাঠ তৈরীর কাজ করছিলেন। ঘটনার দিন সকালে পেকুয়া থানার এস,আই শফিকুল ইসলাম করিয়ারদিয়ায় বিরোধীয় জমি পরিদর্শনে যান।
অভিযোগ উঠেছে, পুলিশের উপস্থিতিতে আজিজুল হক প্রকাশ কালুর নেতৃত্বে মোহাম্মদ হারুন, মামুনসহ ৬/৭ জনের দুবৃর্ত্তরা লাঠি সোটা নিয়ে যুবলীগ নেতা জিকুর লবণ চাষের জমিতে ব্যাপক তান্ডব চালায়। এ সময় মাঠে গর্ত করে উৎপাদন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
পেকুয়া থানার এস,আই শফিকুল ইসলাম জানায়, অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি উৎঘাটন করতে গিয়েছিলাম। তিনি আরো জানায়, পুলিশের উপস্থিতিতে এ সব হয়নি। তবে তান্ডবের বিষয়টি তিনি এড়িয়ে যাননি।
Posted ৬:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta