নাজিম উদ্দিন,পেকুয়া(৩ জানুয়ারী) :: পেকুয়ায় শাশুরের লাথিতে হাসপাতালে ভর্তি করা হল পুত্রবধূকে। গত ২ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়।
স্থানীয়রা ওই রমনীকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মহিলার নাম হামিদা বেগম(২৫)।
তিনি ওই এলাকার ওমান প্রবাসী দিদারুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। পুত্রবধূকে প্রহার করার এ ঘটনায় শাশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২০১২ সালে হামিদা ও দিদারের বিবাহ হয়। জীবিকার তাগিদে স্বামী দিদার ওমানে প্রবাস জীবন অতিবাহিত করছে।
এ দিকে অভিযোগ উঠেছে দিদারের পিতা ইদ্রিস প্রায় সময় পুত্র বধূর সাথে প্রহার করার চেষ্টা চালাতেন। পুত্রবধূ এ সম্পর্কিত বিষয়টি শাশুরবাড়ির লোকজনকে দৃষ্টিপাত করে।
ঘটনার দিন সন্ধ্যায় পুত্রবধূর কক্ষে যায় শাশুর। এ নিয়ে ছেলের স্ত্রীকে লাথি মেরে আঘাত করে। খবর পেয়ে হামিদার বাপের বাড়ির লোকজন ওই স্থানে যান। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানায়, এর আগেও হামিদার শাশুরকে একাধিকবার সতর্ক করা হয়েছে।
Posted ১:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta