নাজিম উদ্দিন,পেকুয়া(১৪ জানুয়ারি) :: পেকুয়া রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (গনিত শিক্ষক) নিরুপন দাশ বাবু (৪৮)গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাতে মুমর্ষ অবস্থায় রব্বত আলী জামে মসজিদ সংলগ্ন এলাকার রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
বর্তমানে পেকুয়া ডা: মুজিবের ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। তার কোমরে গুলির আঘাত রয়েছে। নিরুপন দাশ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বরইখোলা এলাকার বাসিন্দা। গত২০০৮সালে তিনি এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
এর আগে তিনি চট্টগ্রাম শহরের একটি স্কুলে শিক্ষকতা করছিলেন। তিনি দু’মেয়ের জনক। স্ত্রী ও মেয়েরা গত কয়েক বছর ধরে চকরিয়ায় ভাড়া বাসায় থাকেন। তবে তিনি স্কুল হোস্টেলে থাকেন বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
কয়েকজন শিক্ষার্থী জানায় তিনি একজন আদর্শবান শিক্ষক। তিনি শুধু আমাদের শিক্ষকই নন। একজন পিতা ও বন্ধুও। এখানে তাহার কোন শত্রু থাকার কথা নয়। ডা: মুজিবুর রহমান জানায় গুলি বের করা হয়েছে। এখনো কিছু বলা যাচ্ছেনা।
পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুর কাদের মজুমদার জানায় গুলিবিদ্ধের খবর শুনেছি। পুলিশ হাসপাতালে তাকে দেখতে গেছেন। শিক্ষককে গুলিবিদ্ধ করার ঘটনা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta