নাজিম উদ্দিন,পেকুয়া(২ জুন) :: পেকুয়ায় জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার যুগ্ন সম্পাদক জহির উদ্দিন (৩৬)কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে এ ঘটনা ঘটে শুক্রবার বিকেল ৫টার দিকে।
আহত জহির উদ্দিন ওই ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার হাজ¦ী আলা মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ধারালো কিরিচের মারাত্বক জখম রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাজাখালী সবুজ বাজারে অতিরিক্ত টোল আদায় নিয়ে ব্যবসায়ীদের সাথে ইজারাদারের বনিবনা চলছিল। ওইদিন এ বিষয়ে স্বচিত্র প্রতিবেদনের জন্য পেকুয়ার মো.ফারুখ ও সাইফুল ইসলাম বাবুল দু’সংবাদকর্মী সবুজ বাজারে যান। বাজার পরিচালনা কমিটির সদস্য হওয়ার সুবাদে সংবাদকর্মীরা শ্রমিকলীগ নেতা জহির উদ্দিনের কাছ থেকে মতামত নেয়।
জহির উদ্দিন সংবাদকর্মীদের অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের উপস্থিতিতে জহির উদ্দিনের সাথে হাতাহাতি হয় ইজারাদার জমির হোসেনের সাথে।
আহত জহির উদ্দিন জানায় অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সাংবাদিকরা আমার কাছে বক্তব্য নেয়। আমি আসল বিষয়টি অবহিত করেছি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে লাঞ্চিত করে। ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম।
এ সময় সন্ধ্যার দিকে তারা সংঘবদ্ধ হয়ে ফের জমির হোসেনের নেতৃত্বে আমিলা পাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আজম, শামসুল আলমের ছেলে হানিফ, কাইসার, রোকন, ইদ্রিস, নাছির উদ্দিনের ছেলে ছরওয়ার ও দেলোয়ারসহ ১০-১৫জনের দুর্বৃত্ত ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে।
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta