নাজিম উদ্দিন,পেকুয়া(৮ সেপ্টম্বর) :: পেকুয়ায় ৭ম শ্রেনীর ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলার উজানটিয়া ইউনিয়নের আতরআলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম মোহাম্মদ মিরাজ(১৩)। তিনি ওই এলাকার বেলাল উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ওই ছাত্রের মা খালেদা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জালিয়াখালী মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র মিরাজ ওই দিন আতরআলীপাড়া জাহেদের দোকানে যাচ্ছিল।
পথিমধ্যে একই এলাকার আজিজুর রহমানের পুত্র আবুল কালাম পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে বামহাতে জখম করে। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
Posted ৬:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta