নাজিম উদ্দিন,পেকুয়া(১৯ আগষ্ট ) :: পেকুয়ায় সভাপতির মুক্তির দাবীতে কর্মসুচী ঘোষনা করে যুবলীগ পেকুয়া উপজেলা শাখা। উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমসহ তার সহোদরদের মুক্তির দাবীতে গতকাল সংবাদ ব্রিফিং করেছে উপজেলা যুবলীগ।
১৯ আগষ্ট শনিবার বিকেলে পেকুয়া বাজারস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং আহবান করে যুবলীগ। এ সময় পেকুয়ার কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক।
এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: বারেক বলেন, আমাদের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ তার ৩ সহোদরকে র্যাব আটক করে। পরে অস্ত্র মামলায় তাদের জেলে পাঠানো হয়। জাহাঙ্গীর আলম আমাদের নেতা। তার বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে। যুবলীগ আ’লীগের ভ্যানগার্ড। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ যত সব অর্জন ও অধিকারের জন্য সংগ্রাম করা হয়েছে যুবলীগ ছিল অকুতোভয়। অবিচার, অনাচার, জুলুম ও মানুষের অধিকারের জন্য যুবলীগ কখনো অন্যায় অপশক্তির কাছে আপোষ করেননি। আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু অধিক সচেতন। আমাদের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ আটককৃতদের অবিলম্বে মুক্তি দাবী করছি। সরকারের নিকট আহবান করছি আমাদের নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দিন।
এ দিকে উপজেলা সভাপতির মুক্তির দাবীতে নানান কর্মসুচী ঘোষনা করেছে উপজেলা যুবলীগ।
কর্মসুচীর মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসুচী, ঘেরাও কর্মসুচী, সড়ক অবরোধ, প্রতিটি ইউনিয়নে প্রতিবাদ সভা, উপজেলা যুবলীগ করবে বিশাল প্রতিবাদ সভাসহ আরো অধিক কর্মসুচী।
এ সময় যুবলীগ সম্পাদক মো: বারেক বলেন, আমরা কঠিন সিদ্ধান্তের দিকে যাচ্ছি। সভাপতিসহ আটককৃতদের মুক্তি না হওয়া পর্যন্ত যুবলীগ রাজপথে থাকবে। কঠোর কর্মসুচী দেয়া হবে। দ্রুত সময়ে সভাপতির মুক্তি দাবী করছি। অন্যথায় জেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে আরো বেগবান ও গতিশীল করা হবে জাহাঙ্গীর আলমের মুক্তি দাবী।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি জিয়াবুল হক জিকু, আহমদ হোসাইন, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসেম, ফরহাদুজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক আলী আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক তারেকুল ইসলাম, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসাইন সুজন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সহ-সম্পাদক আবদুল করিম, মনজুর আলম, যুবলীগ নেতা হোসাইন মুহাম্মদ বাদশা, মহিউদ্দিন, মনসুর, রেজাউল করিম চৌধুরী, শিলখালীর সভাপতি শেখ ফরিদ,সহ-সভাপতি তারেক, সম্পাদক তুষার ইমরান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, রাজাখালীর সভাপতি রিয়াজ খান রাজু, সম্পাদক আনসারুল ইসলাম টিপু, উজানটিয়ার সভাপতি মহিউদ্দিন, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, মামুন আজাদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম শহিদুল ইসলাম শাহেদ, আ’লীগ নেতা এলাদু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,কলেজ সভাপতি মাঈন উদ্দিন, সদরের সম্পাদক আরফাত হোসেন মামুন, যুবলীগ নেতা মোহাম্মদ কাইছার প্রমুখ।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছে, উপজেলা যুবলীগের সহসভাপতি জিয়াবুল হক জিকুর পিতা করিয়ারদিয়া এলাকার আনসারুল করিম জটিল আরোগ্য রোগে ভোগছেন। তার আশু রোগ মুক্তি কামনাসহ মহান আল্লাহর দরবারে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta