মুকুল কান্তি দাশ,চকরিয়া(১৭ জানুয়ারী) :: কক্সবাজারের পেকুয়ায় কর্মরত তরুণ সাংবাদিক ইমরান হোসাইনকে মুঠোফোনে হত্যা ও অস্ত্র-মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।
সাংবাদিকতা ছেড়ে দিতে গত এক সপ্তাহ ধরে তাকে এ হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইমরান হোসাইন।
এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (নং-৬৪৫, তাং-১৭.০১.১৮ইং) দায়ের করেছেন।
এব্যাপারে সাংবাদিক ইমরান হোসাইন বলেন, গত এক সপ্তাহ ধরে গভীর রাতে আমার ব্যবহৃত মুঠোফোন নাম্বারে কল করে হত্যাসহ অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি অব্যাহত রেখেছে অজ্ঞাত পরিচয়ের একাধিক ব্যক্তি।
এছাড়াও তারা একই ঘটনা আমার পরিবারের সদস্যদের সাথে ঘটানোর হুমকি দিয়েছেন। তাই আমি ও আমারর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা তথ্যপ্রযুক্তির সাহায্যে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta