মো:ফারুক,পেকুয়া(৪ আগস্ট) :: পেকুয়ায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সুইচ গেইট দখল বেদখলের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন, অলি আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), তার মেয়ে ও পেকুয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফিয়া ওয়াসিমা (১৮), আনোয়ার হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২২)।
শুক্রবার (৪আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বোর্ডিং পাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।
আহতের পরিবারের পক্ষ থেকে মৃত আব্দুল মালেকের পুত্র জিয়াউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, একই এলাকার চিহ্নিত অস্ত্রধারী দুর্বৃত্ত কালু, জোনাব আলীর ছেলে মঞ্জুর আলম, তার পুত্র কাইছার আলম, কাশেম আলীর পুত্র মানিক মাঝি ও নুর মোঃ মিয়া স্লুইচ গেইট দখলে নিতে রাতের আধারে আমার বসত ঘরে ঢুকে পরিবারের নারী সদস্যদের উপর হামলা চালায়।
আমাদের ইজারাকৃত স্লইচ গেইটটি তারা দখল করার জন্য দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসার পরিকল্পনা অনুযায়ী তারা এ ঘটনা ঘটায়। আমরা থানায় বিষয়টি অবগত করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মগনামা ইউনিয়ন পরিষদের স্থায়ীন ইউপি সদস্য বলেন, চেপ্টাখালী স্লুইচ গেইট দখল কেন্দ্র করে দু’পক্ষই সংঘর্ষে জড়ায়।
এব্যাপারে পেকুয়া থানায় জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন বলে আমাকে জানিয়েছেন।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta