নাজিম উদ্দিন,পেকুয়া(১৪ জানুয়ারী) :: পেকুয়ায় হামলায় স্কুল ছাত্রীসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জন বৃদ্ধ ও ১ জন নারী। অপর আহত ১ জন দশম শ্রেনীর ছাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৪ জানুয়ারী রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিনপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার মৃত জেবর মুল্লুকের ছেলে আক্তার আহমদ(৭৫), নাতনী রাবিয়া বসরী ও নাতনী হামিদা বেগম(১৫)। হামিদা রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। এ বিষয়ে পেকুয়া থানায় রবিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই দিন সকালে আক্তার আহমদ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে মোহাম্মদ কাউসার,হুমায়ুন, করিম ও হানিফসহ দুবৃর্ত্তরা লাঠি সোটা নিয়ে আক্তার আহমদের বাড়ি ঘেরাও করে। এ সময় তাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
এ সময় রাবিয়া বসরী ও স্কুল ছাত্রী হামিদা বেগম দাদাকে বাঁচাতে দ্রুত ওই স্থানে যায়। উত্তেজিত লোকজন এ দুই নারীকেও পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে আক্তার আহমদ জানায়, আমি জমি আগাম নিয়ে লবণের ব্যবসা করি। তারা আমার কাছ থেকে চাঁদা দাবী করছে। ওই দিন টাকা নিতে বাড়িতে আসে। আমি টাকা দিই নাই। তারা আমাকে এ ভাবে মারধর করে। ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta