
নাজিম উদ্দিন,পেকুয়া(১১ সেপ্টেম্বর) :: পেকুয়ায় অষ্টম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে পন্ড হয়েছে। কনে অষ্টম শ্রেনীর। বর একই মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র। দু’শিক্ষার্থীর বাল্য বিয়ে হচ্ছিল পেকুয়ায়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষের হস্তক্ষেপে বাল্য বিয়েটি পন্ড হয়ে যায়। পেকুয়া আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ ওই বিয়ে বন্ধ করতে পেকুয়ার ইউএনওকে অবগত করেন।
এ সময় ইউএনও মাহবুবুল করিম বিয়ে বন্ধ করতে তৎপর হন। ইউএনও’র নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান ও আনোয়ারুল উলুম মাদ্রাসার শিক্ষক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পেকুয়া থানা পুলিশ কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তবে প্রশাসানের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে কনের পরিবার পালিয়ে যায়।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুতাবেপারী পাড়া কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) বিয়ের আনুষ্টানিকতা পন্ড হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা গেছে পেকুয়া সুতাবেপারী পাড়া এলাকার মাহমদ হোসেনের মেয়ে শারমিন আকতার (১৫) এর সাথে একই ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া এলাকার সৌদি প্রবাসি জয়নাল আবেদীনের ছেলে আব্দুল্লাহ’র বিয়ের দিনক্ষন ছিল ওইদিন। তারা দু’জনই অপ্রাপ্ত বয়স্ক। শারমিন আকতার আনোয়ারুল উলুম মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী।
বর আব্দুল্লাহও একই মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র। দু’জনের বাল্য বিয়ে সম্পন্ন করতে কনে ও বরের পক্ষের মধ্যে সম্মতি ছিল। বয়স পরিপুর্ন দেখিয়ে উভয় পক্ষ ছেলে ও মেয়ের বয়স জন্ম সনদে বাড়ান। দু’জন যেহেতু শিক্ষার্থী নিকাহ রেজিষ্টার কাবিন সম্পাদনে প্রথমে বিভ্রত হন। পরে মোটা অংকে ম্যানেজ হয়ে দু’শিক্ষার্থীর কাবিন সম্পাদন করেন।
গত রবিবার বর ও কনের বাড়িতে মেহেদী অনুষ্টান হয়েছে। আলোক সজ্জা ও বিয়ের যাবতীয় আনুষ্টানিকতা চলছিল উভয় পরিবারে। খবর পেয়ে পেকুয়ার কয়েকজন সংবাদকর্মী বিয়ের বিষয়টি মাদ্রাসা অধ্যক্ষসহ প্রশাসনিক পর্যায়ে অবহিত করেন। তাদের তৎপরতায় এ বিয়েটি পন্ড হয়েছে।
আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ সত্যতা স্বীকার করে জানায় বিষয়টি খুবই দুঃখ জনক। সাংবাদিক ভাইরা আমাকে বলার পর আমি ইউএনও স্যারকে অবহিত করি। প্রশাসনকে ধন্যবাদ জানায় তারা ছুটে গিয়ে বিয়েটি বন্ধ করেছেন।
ইউএনও মাহবুবুল করিম জানায় খবর পেয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। কোন অবস্থায় বাল্য বিয়ে হতে দেয়া যাবেনা।

Posted ১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta