তিনি জানান, সুইডেন যাওয়ার পথে প্রধানমন্ত্রী লন্ডনে যাত্রাবিরতি করবেন। সেখানে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পুনর্নির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে। সফর শেষে যৌথ বিবৃতিও দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও থাকছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে, দেশে বিনিয়োগ আসবে এবং অভিবাসন, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ শান্তি মিশন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে সম্পর্ক জোরদার হবে।
সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলেও সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী।
Posted ৫:০৭ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta