আবদুর রাজ্জাক(১৩ জানুয়ারি) :: আগামী ২৫ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনের জন্য মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মাসাধিককাল ধরে এই কথা বলা হচ্ছে।
তবে হঠাৎ ২৫ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহেশখালী সফর স্থগিত করা হয়েছে।ওইদিন তিনি কয়লা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় অংশ নেয়ার কথা ছিলো প্রধানমন্ত্রীর। জেলা আওয়ামীলীগ সূত্র এই তথ্য জানা গেছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, প্রবল কুয়াশা ও শীতের প্রকোপের কারণে এই জনসভা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারিতে এই জনসভা অনুষ্ঠিত হতে পারে।
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় সূত্র মতে, দেশের সর্ববৃহৎ প্রকল্প মাতারবাড়ি কয়লা বিদ্যুৎতের কাজ ১৭ ভাগ সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জানুয়ারি মহেশখালী সফর করার দিন নির্ধারিত হয়। একই দিন মাতারবাড়িতে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেয়ার কথা ছিলো। তবে পরে জনসভার ভেন্যু পরিবর্তন করে বড় মহেশখালী আলিয়া মাদ্রাসার মাঠে নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তের দুই দিনের মাথায় প্রধানমন্ত্রী মহেশখালী সফর স্থগিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে মহেশখালীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মাঝে। সরগরম হয়ে উঠেছিল মহেশখালীর প্রত্যন্ত জনপদ।
এদিকে অধিগ্রহনকৃত জমির মালিকরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলেও হঠাৎ সফর স্থগিত হয়ে যাওয়ায় তারা নিরাশা হয়ে পড়েছে। তাদের আশা ছিল প্রধানমন্ত্রী নিশ্চিয় তাঁদের বুকভরা কথার বুলি শোনাবেন। কিন্তু প্রধাণমন্ত্রীর সফর স্হগিত হওয়ায় তাদের সব আশা ভেস্তে গেল।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta