কক্সবাংলা ডটকম(২০ ডিসেম্বর) :: বিএনপি চেয়ারপার্সন ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া যে উকিল নোটিস পাঠিয়েছেন তা ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে মন্তব্য করেছেন আওয়ামীপন্থী আইনজীবী আবদুল বাসেত মজুমদার। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন: এসবের কোন মানে নেই।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার এ প্রসঙ্গে বলেন: এই নোটিস আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলো আর এখন চলে না।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদে বলেন: প্রধানমন্ত্রীকে আইনি নোটিস দেয়ার কী আছে? তিনি খবরের কাগজে যা পড়েছেন তাই বলেছেন। আসলে এসবের কোন মানে নেই।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: প্রধানমন্ত্রীর এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বেগম খালেদা জিয়া তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে এই উকিল নোটিস পাঠিয়েছেন। সেই নোটিসে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও তার পরিবারের বিদেশে সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মধ্যপ্রাচ্যে খালেদা জিয়া এবং তার পরিবারের সম্পদ রয়েছে, এমন অভিযোগ ছিল আওয়ামী লীগের। কম্বোডিয়া থেকে এসে গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ও তার পরিবারের বিদেশে সম্পদ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদ সম্মেলনের পর বিএনপি প্রধানমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানায়।
Posted ৭:১২ অপরাহ্ণ | বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta