
এম জিয়াবুল হক, চকরিয়া :: বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় আচার অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার বৌদ্ধ পল্লী ও প্যাগোডাগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
এরই অংশ হিসেবে রোববার (৫ অক্টোবর) দুপুরে চকরিয়া উপজেলা ও পৌরসভার সাতটি বৌদ্ধ মন্দির ও তাদের ধর্মীয় তীর্থস্থান প্যাগোডার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মর্কতা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কক্সবাজার ক্যাম্পের একটি ইউনিট, থানা পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়া উপজেলার গুণামেজু বৌদ্ধ বিহার, হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহার, ধর্ম সুখ বৌদ্ধ বিহার, বন বৌদ্ধ বিহার, ডেমিকারামা বৌদ্ধ বিহার, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার ও চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা রাখাইন পাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
এসময় তিনি বৌদ্ধ বিহারের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বৌদ্ধ সম্প্রদায়ের স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।
বৌদ্ধ মন্দির ও প্যাগোডা পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, অনুষ্ঠিতব্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব আসন্ন মহা প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই আলোকে বৌদ্ধ পল্লী ও তাদের ধর্মীয় তীর্থস্থান প্যাগোডাগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে প্রবারণা উৎসব উদযাপন করতে পারে, নির্ভয়ে প্রার্থনা ও পূজা করতে পারে, সেজন্য চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষথেকে সব বিষয়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে।

Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta