কক্সবাংলা ডটকম(১১ জুন) :: ইতিহাস গড়লেন রাফায়েল নাদাল৷১০বার ফরাসি ওপেন জিতলেন লাল-সুড়কির সম্রাট৷২০০৫,০৬,০৭,০৮ ও ২০১০, ১১, ১২, ১৩, ১৪ এবং ২০১৭৷শনিবার তিনি ফের প্রমাণ করতে লাল মাটিতে তাঁর একচ্ছত্র অধিকার!
শনিবার ফাইনালে স্ট্যান ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে (৬-২,৬-৩,৬-১)উড়িয়ে দিয়ে ১০বার ফরাসি ওপেন ট্রফিটা জিতে নিলেন রাফা৷
২০০৯-এ অধরা না-হলে টানা ১০বার রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হয়ে বিরল নজির গড়তেন প্রাক্তন বিশ্বের এক নম্বর স্প্যানিশ তারকা৷সেই সঙ্গে ১৫টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন নাদাল৷
Posted ১:৩১ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta