কক্সবাংলা ডটকম(৩০ জুন) :: ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানি।সেরা দল নিয়ে জার্মানি আসেনি রাশিয়াতে। তবু জয় উদযাপন করে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালের বাধাও সহজে পেরিয়ে গেছে কনফেডারেশনস কাপে। জার্মানদের বিপক্ষে পাত্তাই পায়নি মেক্সিকো।
বৃহস্পতিবার রাতে ২য় সেমিফাইনালে লিওন গোরেতকার জোড়া লক্ষ্যভেদে কনকাকাফ চ্যাম্পিয়নদের ৪-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামি রবিবার সেন্টপিার্সবাগে ফাইনালে কোপা চ্যাম্পিয়ান চিলির মুখোমুখি হবে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানি।
প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে যারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে।২০১৪ বিশ্বকাপের মতো তাই ফিফার আরেকটি টুর্নামেন্টে হতে যাচ্ছে ইউরোপ বনাম লাতিন আমেরিকার লড়াই।
Posted ১:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta