কক্সবাংলা ডটকম(২৮ জুন) :: কনফেডারেশনস কাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও চিলি। বড় টুর্নামেন্টে সেলেকাওদের বিপক্ষে নতুন লাতিন শক্তি চিলির লড়াইটা মাঝ মাঠের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
ফিফার কোন টুর্নামেন্টে এই প্রথম দেখা হচ্ছে দুই দলের। পর্তুগালের পাওয়ার ফুটবলের জবাবে চিলির লাতিন সৌন্দর্য। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও টিম কম্বিনেশন দিয়ে পর্তুগিজদের চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য আছে চিলির।
গ্রুপপর্বে মেক্সিকোর সাথে ড্র আর রাশিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েই শেষ চারে রোনালদোর দল। তবে এখনও একটা দল হিসাবে দেখা যায়নি সেলেকাওদের। প্রথম ম্যাচে নড়বড়ে রক্ষণ, পরের দুই ম্যাচে ছিল মাঝমাঠে সমন্বয়হীনতা।
তবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোনালদো। একাই বদলে দিতে পারেন যেকোনো ম্যাচের রঙ। সেমিতে তার দিকেই তাকিয়ে ইউরো চ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন জাতীয় দলের জার্সিতে ৭৫তম গোল। ইউরোপের সর্বকালের সেরা গোলদাতার তালিকায় এখন দুইয়ে সেলেকাও অধিনায়ক। মাত্র ৯ টি গোল হলেই কিংবদন্তী পুসকাসকে ছাড়িয়ে বসবেন সর্বকালের সেরার আসনে।
পর্তুগালের মিডফিল্ডার পিজ্জি বলেন,” আমরা টুর্নামেন্টের অন্যতম সেরা একটা দলের বিপক্ষে খেলবো। চিলি কতটা শক্তিশালি আমরা জানি। ওরা কোপা আমেরিকা জিতেছে, চলতি টুর্নামেন্টে এখনও অপরাজিত। নিজেদের সেরাটা দেবার জন্য আমরা প্রস্তুত হচ্ছি”।
অন্যদিকে, চিলি সেমিতে এসেছে জার্মানি ও অস্ট্রেলিয়ার সাথে ড্র আর ক্যামেরুনের বিপক্ষে একমাত্র জয় নিয়ে। ভিদাল-ভারগাসদের নিয়ে গড়া মাঝমাঠ, ফরোয়ার্ড লাইনে সানচেজ, ডিয়াজ, হের্নান্দেজরা কাঁপিয়ে দিতে পারেন যেকোনো রক্ষণকেই।
দারুণ ফর্মে ভিদাল, ধীরে ধীরে নিজের ফিটনেস ফিরে পাচ্ছেন সানচেজ। করেছেন একটি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল। সেমির মেগা মঞ্চে নিজের সেরাটাই দিতে চাইবেন আর্সেনাল তারকা।
অতীতে দুদলের দেখা হয়েছে একবারই। ২০১১ সালের সে লড়াই অমীমাংসিত ছিল ১-১ গোলে।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta