কক্সবাংলা ডটকম(২২ জুন) :: স্বরূপে ফিরলেন ক্রিস্তিয়ানো রোনালদো।স্বাগতিক রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। এই জয়ে কনফেডারেশনস কাপে প্রথম জয় পেল ইউরোপ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল।গ্রুপের অপর খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ জয় পেয়েছে মেক্সিকো। দু’ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-এ শীর্ষে মেক্সিকো ও পর্তুগাল৷তবে শীর্ষস্থানটা গোল গড়ে দখল করেছে মেক্সিকো। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রাশিয়া৷
রোনালদোর একমাত্র গোলেই আয়োজক রাশিয়াকে ১-০ হারাল ইউরো চ্যাম্পিয়নরা৷ প্রথম ম্যাচে দু-দু’বার এগিয়ে গিয়েও মেক্সিকোর সঙ্গে ড্র (২-২) করে পর্তুগাল৷ কিন্তু ম্যাচের শুরুতেই গোলের স্বাদ পান পর্তুগিজ তারকা৷ অষ্টম মিনিটেই সিআর সেভেন-এর গোলে এগিয়ে যায় পর্তুগাল। রাফায়েল আদেলিনোর বাড়ানো ক্রসে রোনালদোর নিখুঁত হেড ঠিকানা খুঁজে পায়৷ সেই সঙ্গে দেশ ও ক্লাবের হয়ে ৮০০ গোলে সরাসরি অবদান রাখলেন সিআর সেভেন৷ এর মধ্যে নিজে গোল করেছেন ৬০৩টি এবং গোল করতে অন্যকে সাহায্য করেছেন ১৯৭টিতে৷
এদিন গ্রুপের অন্য খেলায় নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টুর্ণামেন্ট থেকে ছিটকে মেক্সিকো। খেলার ৪২ মিনিটে উড গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে নিলেও ৫৪ মিনিটে জিমেনেজ এবং ৭২ মিনিটে পেরাল্টা দুটি গোল করে মেক্সিকোকে প্রথম জয়ের মুখ দেখান।
Posted ৩:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta