কক্সবাংলা ডটকম(২৩ জুন) :: রাশিয়া বিশ্বকাপের ‘মহড়া’ ফিফা কনফেডারেশন্স কাপের অন্যতম দুই ফেভারিট জার্মানি ও চিলির মুখোমুখি লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছে।গ্রুপের অন্য খেলায় এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফ্রিকা চ্যাম্পিয়ন ক্যামেরুনের মধ্যকার দিনের প্রথম ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়।
দুই ম্যাচ শেষে চিলি ও জার্মানির পয়েন্ট সমান ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।আর ড্রয়ের ফলে অস্ট্রেলিয়া ও ক্যামেরুন’র পয়েন্ট ১। গোল পার্থক্যে অস্ট্রেলিয়া তৃতীয় ও ক্যামেরুন চতুর্থ স্থানে রয়েছে।
কাজানে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধে। চিলির আলেক্সি সানচেসের গোলে পিছিয়ে পড়ার পর বিরতির খানিক আগে লার্স স্টিন্ডলের গোলে সমতায় ফেরে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানরা।
অপরদিকে চিলির কাছে হেরে কনফেডারেশন কাপ শুরু করা ক্যামেরুন দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেল৷ সেন্ট পিটার্সবার্গে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ আফ্রিকা নেসন্স কাপ জয়ীরা৷পিছিয়ে পড়েও আফ্রিকা নেসন্স কাপের সেরাদের আটকে দিল এশিয়া চ্যাম্পিয়নরা৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র (১-১) করে মাঠ ছাড়ে ক্যামেরুন৷ বিশ্বকাপের ‘মহড়া’ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচের পরও জয়হীন দুই দলই। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে ক্যামেরুন। আর বিশ্বসেরা জার্মানির কাছে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হারে অস্ট্রেলিয়া। এই ড্রয়ের ফলে দু’দলের পয়েন্ট ১।
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta