কক্সবাংলা ডটকম(২ জুলাই) :: কনফেডারেশন্স কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে জয় তুলে নিয়েছে পর্তুগাল। রোববার মেক্সিকোকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় এগিয়ে ছিল মেক্সিকানরা। সেই গোলটি আবার আত্মঘাতী। পরে যোগ করা সময়ে গোল করে বসে পর্তুগাল। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। তাতে পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরো চ্যাম্পিয়নরা।
মস্কোতে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে বিরতির আগে গোল আসেনি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে নেটো নিজেদের জালে বল জড়ালে পিছিয়ে পড়ে পর্তুগাল। হার্নান্দেজের শট নেটোর গায়ে লেগে জালে জড়ায়।
তার আগে একটি পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি পর্তুগাল। সে দফা গোল করতে ব্যর্থ আন্দ্রে সিলভা।
যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতা ফেরান পেপে। রিকার্ডো কুয়ারেসমার ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন তিনি। সেটিই উজ্জীবিত করে তোলে পর্তুগিজদের।
অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটে আদ্রিয়েন সিলভার গোলে জয়ের হাসিতে ভাসে পর্তুগাল।
এর আগে সেমিফাইনালে টাইব্রেকারে চিলির বিপক্ষে টানা তিনটি স্পট কিক হাতছাড়া করে ফাইনালের টিকিট কাটতে ব্যর্থ হয় রোনালদোর পর্তুগাল।
Posted ১০:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta